মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান

বেতাগীতে প্রধানমন্ত্রীর উপহার এর ঘর পাচ্ছে ৪৯ টি পরিবার   

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা. / ১১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে।

আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের বেতাগী উপজেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট ৪৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন।

এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে উপজেলা প্রশাসক।

সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৮ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার
ফারুল আহমেদ জানান, উপজেলায় ১ম পর্যায়ে ১২টি, ২য় পর্যায়ে ১৯৯টি, ৩য় পর্যায়ে ৫০টিসহ মোট ২৬১টি গৃহনির্মাণ করা হয়। ইতোমধ্যেই এসব ঘর ১৮৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে বুজিয়ে দেয়া হয়েছে। ভূমিহীন পরিবারের কাছে বুজিয়ে দেয় ২৬১টি ঘরের মধ্যে বিবিচিনি ইউনিয়নে ১৭টি, বেতাগী সদর ইউনিয়নে ৫৪ টি, হোসনাবাদ ইউনিয়নে ৩১টি, মোকামিয়া ইউনিয়নে ৫২টি, বুড়ামজুমদার ইউনিয়নে ৪৬টি, কাজিরাবাদ ইউনিয়নে ৪২টি এবং সরিষামুড়ি ইউনিয়নে ১৯টি। সব মিলিয়ে এ উপজেলায় ৩১৩টি ঘর নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে ঘরের উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও আগামী বুধবার (৯ আগষ্ট) ৪র্থ পর্যায়ের ২য় ধাপের ৪৯ টি গৃহ হস্তান্তর করা হবে। এর মাধ্যমে বেতাগী উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, কৃষি কর্মকর্তা মোঃ ইছা, সাংবাদিক মিজানুর রহমান মজনু, লায়ন মোঃ শামীম সিকদার, জহিরুল ইসলাম লিটন, রিদয় হোসেন মুন্না, রমেন চন্দ্র দেবনাথ, কাউন্সিলর রমেন চন্দ্র দেবনাথ ও এসবিএস রিয়াজুর রহমান জুয়েল, সাংবাদিক মোঃ আরিফুর রহমান, মোঃ সুজন, মোঃ খাইরুল ইসলাম মুন্না, মোঃ সুমন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর