বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে এডভোকেসি সভা অনুষ্ঠিত
খাইরুল ইসলাম মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে আজ (১০ ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফাহমিদা লস্কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বিষখালী পএিকায় সম্পাদক আব্দুল সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠনের গ্রিন পিস সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না, যুব রেড কট এর সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান মোঃ সুৃমন মিয়া প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ভিটামিন এ’ এর অভাব জনিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ১২ ডিসেম্বর সারাদেশে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। তারি ধারাবাহিকতায় বেতাগীতে ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১৬৯টি টিকাদান কেন্দ্রে মোট ১৩৬৫৭ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান , ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ‘ভিটামিন এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসের শিশুদের একটি লাল রঙের ‘ভিটামিন এ ক্যাপসুল’ খাওয়ানো হবে।