বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (০২ আগস্ট) রাতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্যসচিব তারিকুজ্জামান টিটু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতাগী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিককে আহ্বায়ক ও মো. গোলাম সরোয়ার রিয়াদ খানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট বেতাগী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. জাকির হোসাইনকে আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মিজানুর রহমান খানকে সদস্যসচিব করে ১৪ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
বেতাগী পৌরসভা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম বলেন, দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। অসংখ্য নেতা-কর্মী বিভিন্ন মামলায় জর্জরিত। নতুন কমিটি হওয়ায় সব মিলিয়ে দলীয় কার্যক্রম গতিশীল হবে। অনেক তরুণ উদীয়মান দলে জায়গা পাবেন। আন্দোলন–সংগ্রামে গতি ফিরবে।