বেনাপোলে রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ অক্টোবর ) দুপুরে ২৩০মি: বেনাপোল রহমান চেম্বারের সামনে বেনাপোল বাজারের প্রধান সড়কে( বেনাপোল – কলকাতা রোড) ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন, বেনাপোল ইমাম পরিষদের শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক।
এসময় বক্তব্য রাখেন, মুফতি সাইদুল বাশার, মুফতি আবু হানেফ,মাওলানা আজিজুল হক,হাফেজ মাওলানা মাহবুবুর রহমান আরো অনেকে।
বক্তারা বলেন, আমরা কখনোই মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে কটুক্তি কারীদের ক্ষমা করবো না। মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সা: বিরুদ্ধে যারা অবস্থান নিবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। ভারতের সাথে সকল প্রকার কুটনৈতিক কার্যক্রম ও সকল চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানান। প্রয়োজনে ভারতের বিপক্ষে লং মার্চের ডাক দেয়া হবে।
কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বেনাপোল পৌরসভার মধ্যে মসজিদ থেকে আগত ধর্ম প্রাণ মুসলমানগন, কয়েক’শ ইসলামের অনুসারীরা ও দ্বীনি ওলামায়ে কেরামগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।