মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু

বেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ

রিপোর্টারের নাম : / ২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট উপারে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বন্ধ রয়েছে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। এছাড়া বন্ধ রয়েছে আমদানি ও রফতানি বাণিজ্য।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে যাত্রী পারাপার বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিকাল ৪টার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন।

যাত্রী যাতায়াত বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় শত শত পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারতগামী যাত্রী দেবাশীষ চক্রবর্তী বলেন, চিকিৎসার জন্য পরিবার নিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছি। বেনাপোল বন্দরে আসার পর শুনছি ৪ টার আগে ভারতে যাওয়া যাবে না। পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের পর তারা যাত্রী নেবে বলে শুনছি। অপর যাত্রী লক্ষী রানী জানান , আমি ঢাকা থেকে আসছি ভারত যাব। এসেই পড়েছি বড় বিপদে। ভারতের পেট্রাপোল বর্ডারে কী কী নাকি উদ্বোধন হবে। সে জন্য আমরা যেতে পারছি না। দুপুরের পর দিকে যাওয়া যাবে বলে ইমিগ্রেশনের স্যারেরা বলছেন।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক রাশেদুল সজীব নাজির জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওপারের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করছেন। তার নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে আজ রোববার পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে সে দেশের ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-২) ওমর ফারক মজুমদার বলেন, পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ পাঠিয়ে জানিয়েছেন, ভারতের পেট্রাপোল বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য আসছেন সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তার নিরাপত্তার জন্য আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। দুপুর ৪ টার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে উনারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর