বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামে সড়ক না থাকায় গ্রামবাসীর ভোগান্তি-প্রশাসনের হস্তক্ষেপ কামনা
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/GridArt_20250209_210457421-700x390.jpg)
মো: মনির হোসেন-বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নং ওয়ার্ডের (মধ্যম পাড়া) কাস্টম হাউসের সামনে গাজীপুর গ্রামে প্রবেশ করতে কোন রাস্তা না থাকায় এলাকায় বসবাসরত কয়েক হাজার জনগন দীর্ঘদিন ধরে নানা রকম ভোগান্তির স্বীকার হয়ে আসছেন। এলাকায় বসবাসকারী প্রভাবশালী কয়েকটি পরিবার জনগনের জন্য কোন পথ না রেখেই তাদের জমির সীমানা ঘেষেউ বিল্ডিং , প্রাচীল দেয়াতে আটকা পড়ে গেছে এলাকার বসবাসকারীরা। এই এলাকায় যেতে পারে না কোন বাইক, রিকসা, প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস। দুই বিল্ডিং এর পাশ দিয়ে চিকন একটি গলি, নীচে পানি,ময়লা যাওয়া একটি ড্রেনের ওপর দিয়েই এই গ্রামের মানুষের যাতয়াত। এলাকাবাসী কয়েকবার এই গলি পথটি রাস্তায় রুপান্তিরিত করতে বিভিন্ন মহলের কাছে গেলেও আজ অবধি কোন কাজ হয়নি। গ্রাম থেকে একটি পায়ে চলা হাটা পথ মুল সড়কে পৌছাতে মাত্র তিন শত গজ দুর থেকেই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এলাকা বাসী বলছে আমাদের গ্রামে কোন সামাজিক অনুষ্ঠান করতে পারি না।
কোন পরিবহন ব্যবস্থা না থাকায় আমরা নানা সমস্যায় আছি। এ গ্রামের বসবাসকারী মোহাম্মাদ আলী মধু এবং মহিউদ্দীন জানান আমাদের বাড়ী থেকে বাহির হওয়ার কোন পথ নেই। এই ওয়ার্ডের ২০০ পরিবার দিয়ে একটি চিকন ময়লা গলি দিয়েই আমাদের যাতয়াত। শুস্ক মৌসুমে এই চিকন গলি দিয়ে পার হলেও বর্ষাকালে হাটু সমান পানি থাকে, একেবারেই যাওয়া যায় না।
এ ব্যাপারে বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এই এলাকার মানুষের যাতয়াতের জন্য কোন ভালো রাস্তা নেই। আর রাস্তা না থাকায় পৌরসভা কোন কাজ করতে পারে না। এই এলাকাবাসীর জন্য একটি রাস্তার অতি প্রয়োজন।
এ ব্যাপারে এলাকাবাসী একটি রাস্তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।