বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

বেলকুচিতে ইমন আহম্মেদের নিজস্ব অর্থায়নে ১শ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১২৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীস্থ বেলকুচি সরকারী কলেজ গেট স্থানে অসহায় শীতার্ত ১শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) সকালে বেলকুচি পৌর এলাকার অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার সামাজিক কাযক্রম দেখে অনুপ্রাণিত হয়ে শীত নিবারণের জন্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ইমন আহম্মেদ বলেন, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় শীতার্তেদের শীতের কষ্ট লাগবের জন্য আমার এ ক্ষুদ্র উপহার শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ। আমরা সবাই যদি অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াই তাহলে কিছুটা হলেও অসহায় মানুষ গুলো শীত থেকে বাঁচতে পারবে। এসময় আরও উপস্থিত ছিলেন, আলী মুনছুর, সিয়াম আহম্মেদ, আলিফ মোল্লা, আজিজ সরকার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর