বেলকুচিতে লিটনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন ইমন আহম্মেদ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মহাদেব সুত্রধরের ছেলে লিটন সুত্রধর (৪৭) কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন ইমন আহম্মেদ।
শনিবার সকালে লিটনের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য তার স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, আরিফ প্রামাণিক, রমজান আলী, আলিফ মোল্লা। জানা গেছে, কামারপাড়া গ্রামের মহাদেব সুত্রধরের ছেলে লিটন সুত্রধর দীর্ঘ দিন ধরে মানসিক ভারসম্যহীন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে ঘরের ভিতরে মানবেতর জীবন যাপন করছেন। এভাবেই কাটছে তার প্রতিটি দিন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে বিষয়টি জানতে পেরে ইমন আহম্মেদ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।
স্বামীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান পেয়ে লিটনের স্ত্রী আনন্দে উৎফুল্লিত হয়ে ইমন আহম্মেদ এর জন্য দোয়া করেন। এ রকম সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায়।
এসময় ইমন আহম্মেদ বলেন আমি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ভাইয়ের সামাজিক কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছি। সবাই সবার সাধ্য মত অসহায় মানুষের পাশে এগিয়ে আশা উচিত।