বেলকুচিতে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
সিরাজগঞ্জের বেলকুচিতে সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ মার্চ) রাতে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাষলক্ষীপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত সোহেল রানা (৪৪) ঐ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও সোহেল রানার স্ত্রী রুনা খাতুন (৩৬) কে আটক করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাষলক্ষীপুর গ্রামসহ অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। রাতে তাদের বাড়ি থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।