বেলকুচিতে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন
স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা বছর বিনামূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’- এর অধীনে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ই মার্চ) সকাল ১১টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়ায় অবস্থিত ৯ নং আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ পান করিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
শিক্ষার্থীদের দুধ পান করানোর এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) শিবানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রায়হান নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রামাণিক প্রমূখ।