বেলকুচিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: “প্রযুক্তি দিয়ে করবো কৃষি, সুখে থাকবো দিবানিশি” সিরাজগঞ্জের বেলকুচিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং অর্থায়নে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি কৃষি উন্নয়ন প্রকল্প ডিআই।
রবিবার (১৯ মার্চ) সকালে কৃষি বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয় ফিতা কেটে, র্যালী প্রদর্শন ও স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার।
উক্ত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি -চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এ সময় বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্যাণ প্রসাদ পাল, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন উপস্থিত ছিলেন।