সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

বেড়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এস আর শাহ্ আলম, বেড়া (পাবনা) প্রতিনিধি: / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বেড়া উপজেলায় সাম্প্রতিক নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আয়োজনে ত্রাণ বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ সবুর আলী, প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বীরমুক্তি যোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক (বাবু), উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাহ-উল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ শায়লা শারমিন ইতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, আওয়ামীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি হাজ্বী নুর ইসলাম, বেড়া থানা কৃষকলীগের আহ্বায়ক হাজ্বী সাইদুল ইসলাম ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এ কে এম সায়েম মনি প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুল হক টুকু ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড চরনাগদা গ্রামের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর