বেড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জন সচেতন মূলক সভা

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে জন সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার সকাল এগারোটায় বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ সবুর আলী ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম , অনন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আ, লীগের সভাপতি আবু বকর সিদ্দিক , উপজেলা আ, লীগের সাবেক সহ – সভাপতি আরশেদ আলী মন্ডল , সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ , উপজেলা আ, লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মতিন , উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী সাইদুল ইসলাম , বেড়া মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন , নৌ পুলিশের (ওসি) শরিফুল ইসলাম প্রমুখ।