মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর 

ভাঙ্গুড়ায় দোকান ভাগাভাগি বিরোধে ছোট ভাইকে কুপিয়ে যখম

রিপোর্টারের নাম : / ৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: ভাঙ্গুড়া  উপজেলায় দোকান  নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো দায়ের আঘাতে যখম হয়েছেন আরেক ভাই। বৃহস্পতিবার  বিকাল ৩টার দিকে উপজেলার ভাঙ্গুড়া বাজার পুরাতন খেয়া ঘাট তাদের নিজ দোকানে এ ঘটনা ঘটে।

এতে ছোট ভাই বড় ভাইকে প্রধান আসামী করে আরো ৬ জনের নাম উল্লেখ করে  ২৭ সেপ্টম্বর বেলা ১২টায় ভাঙ্গুড়া থানায় অভিয়োগ দায়ের করেছে।

এজাহার সুত্রে  এবং ভুক্তভুগি আসামির কাছ থেকে যায়  আরিফ হোসেন এবং আতিক হোসেন সহদর ভাই পিতা মৃত আকতার হোসেনর ছেলে ।তাদের ভাঙ্গুড়া বাজারে একটি মিষ্টির দোকান আছে। দুই ভাই এক সাথে ব্যাবসা করছিলো সেই দোকানেই।বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা পর থেকে তাদের বনি বনা হচ্ছিলো না কোন বিষয়ে।

আতিক হোসেন এবং আরিফ হোসেন মা আনোয়ারা বেগম বেছে থাকায় দুই বিরোধ নিস্পত্তির লক্ষে দুই ভাইয়ের মধ্যে মৌখিক ভাবে সম বন্টনকরে দেন এবং মাঝ বরাবর টিনের বেড়া দিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছিলেন।

২৭ সেপ্টম্বর দুপুর ৩ টার দিকে আতিক সহ ৫ / ৬ জনের দল অতর্কিত ভাবে দোকানে প্রবেশ করে টিনের বেড়া সহ দোকানের সরমজামদি ভাংচুর শুরু করে। আরিফুল বাধা দিতে গেলে প্রথমে কয়েক জন  আরিফুলকে বেধরক পেটায়। পরবর্তীতে আতিকের হাতে ধারালো দা দিয়ে মাধায় আঘাত করলে আরিফুল মাটিতে লুটিয়ে পরলে আতিক সহ উপস্থিত সবাই স্থান ত্যাগ করলে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরিফুলের  বড় ভাই আতিকের কাছে জানতে চাইলে আতিক বলেন ,আমি দা দিয়ে কোপ দেইনি আরিফুলের মাথায় টিনের আঘাতে কেটেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মোঃ আব্দুল করিম বলেন এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে এবং একটি দা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর