ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট স্কুলের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/Messenger_creation_924272009859617-1-700x390.jpeg)
পাবনার ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট স্কুলের ২০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি ) সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুল প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে উপজেলা সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হুমায়ুন আহমেদ মুন ও পৌর ছাত্রদলের আহব্বায়ক পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক,সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিম উদ্দিন, মোঃ কামরুল হাসান, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হুমায়ুন কবির,ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার সাংবাদিক আব্দুর রহিম,সফিক,মেহেদী হাসান,আব্দুল আজিজ প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং স্কুলের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলাদের জন্য ‘বালিশ খেলা ইত্যাদি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের অতিথি বৃন্দ পুরস্কার হাতে তুলে দেন