ভাঙ্গুড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_776300290904301-700x390.jpeg)
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার (২০জুলাই) বাদ আসর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্য দেন
বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, ভাঙ্গুরা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, পাটুলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, অষ্টমনীষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনসার আলী, পুকুরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রওশন আলী, দিল পাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফসার আলী রানা, চর-ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।
ভাঙ্গুড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীর সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন আজ বেসরকারি শিক্ষক কর্মচারী রা মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারপরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই আজ শিক্ষকরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছে।শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নীতকরণ, সরকারি ও বেসরকারি পাহাড় সমান বৈষম্য দূরীকরণ আহ্বান জানান তারা ।