ভাঙ্গুড়ায় রাস্তা বন্ধ করায় ৪০টি পরিবার অবরুদ্ধ ৪০দিন
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে
পড়েছে। রওশন আলী রয়াজ নামে তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো প্রায় দেড় মাস ধরে চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি মাত্র সরু রাস্তা। বাঁশ কাঠ দিয়ে চরাট বানিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, পুরো রাস্তাটির চওড়া ২ ফুট । ৬০/৭০ বছর ধরে ওই সব পরিবার রাস্তাটি দিয়ে চলাচল করত। হঠাৎ প্রায় দেড় মাস আগে প্রতিবেশী রওশন আলী রয়াজ রাস্তাটিতে বাঁশ কাঠের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরিবারগুলো বাধা দিতে গেলে তিনি ছাকের আলীসহ তার স্ত্রী, ছেলের বউ অনেক জনকেই মারপিট ও জখম করে।এতে করে ছাকের আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে মামলা করেন। মামলাটি কোটে চলমান। বিকল্প কোনো রাস্তা না থাকায় ৪০টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য বলেন, ‘৪০টি পরিবারের সদস্যরা সবাই এখানে প্রায় ৯০ বছর ধরে বসবাস করছেন। সবাই শান্তিপ্রিয় মানুষ। যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছেন, তিনি একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। ৮০ থেকে ৯০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে পরিবারগুলো চলাচল করছে। হঠাৎ করে রওশন আলী রয়াজ তাঁর জমি দাবি করে রাস্তাটি দখল করে নেন এবং রাস্তার মধ্যে বাঁশ কাঠ দিয়ে বেড়া দিয়েছেন। ৪০ দিন ধরে চলাচলে আমরা বেকায়দার মধ্যে রয়েছি। এলাকার মানুষ মসজিদে গিয়ে নামাজও পড়তে পারছেনা। বিষয়টি দুঃখজনক।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার এএসআই (ঔ বিটের)মোঃ নুর হোসেন বলেন, রওশন আলীকে এবিষয়ে থানায় ডাকা হয়ে ছিল, সে রাস্তা থেকে বেড়া সড়িয়ে ফেলবে। রাস্তা থেকে বেড়া না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।