বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ মোদির

রিপোর্টারের নাম : / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্র সচিব বিনয় কোয়ারে গতকাল নয়াদিল্লিতে বিশেষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এই সম্মেলন হবে ভার্চুয়ালি আগামী ১২-১৩ জানুয়ারি। জি-২০ শীর্ষ সম্মেলনে উন্নয়নশীল রাষ্ট্রের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যই এই সম্মেলন। ভারত এই প্রথম এ সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের প্রথম দিনে ঢাকা থেকে ভিডিও সংযোগে যুক্ত হবেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘এই সম্মেলনে মূলত কভিড মহামারি মোকাবিলা, বিশ্বের আর্থিক সংকট এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণের ফাঁদে পড়ার শঙ্কা নিয়ে আলোচনা হবে। উন্নয়নশীল দেশগুলো কী চায় সেই আলোচনার ফলাফল নিয়ে বিবৃতি প্রকাশিত হবে। এ বিষয়গুলো আসন্ন জি-কুড়ি শিখর সম্মেলনে আলোচনা হতে পারে। মূলত দুই দিনের এ সম্মেলনের প্রথম ও শেষ দিন হবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের। এ ছাড়া আরও আটটি মন্ত্রি পর্যায়ের সম্মেলনে হবে। তার মধ্যে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী পর্যায়ে অধিবেশন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর