শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

ভিক্টোরিয়া হাইস্কুলে নতুন পাঠ্য পুস্তক বিতরণ ও উৎসব অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

“নতুন বই সবাই নেব,  লেখাপড়ায় মন দেব” এই শ্লোগানে  সিরাজগঞ্জ শহরের স্বনামধন্য  প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠান করা হয়েছে। ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে

রবিবার (১ জানুয়ারি -২০২৩) সকালে অত্র বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,  পৌরসভার প্যানেল মেয়র-(১) মোঃ নুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং  সভাপতিত্ব করেন, ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ  সাজেদুল ইসলাম।

এ সময়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, মির্জা গোলাম মোস্তফা, অচিন্তিত কুমার মন্ডল, সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, পারভীন খাতুন, নাজমা খাতুন, মাহিদ লায়লা অন্যান্য শিক্ষক কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক, সুধীজন, গুণীজন,   শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর