মারপিট ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে আইনজীবী সহকারীসহ তিন জনের বিরুদ্ধে মামলা
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-আইনজীবীর চেম্বারে নিয়ে মারপিট ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে এক আইনজীবী সহকারীসহ তিন জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকার মঙ্গলবার ১৪ মে ঝিকরগাছার শরিফপুর গ্রামের সালমান ফেরদৌস শ্রাবন রনি এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
আসামিরা হলেন, আইনজীবী মোজাফ্ফর উদ্দিন মোহনের সহকারী পারভেজ, শার্শার নাভারণ রেলবাজার এলাকার ভাড়াটিয়া আল মামুনের স্ত্রী চম্পা খাতুন ও তার মেয়ে মারিয়া আফরিন চামেলী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সালমান পারিবারিকভাবে চামেলীকে বিয়ে করেন। সংসার জীবনে পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ৬ জুন চামেলী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন তার স্বামীর বিরুদ্ধে। সালমান আদালত থেকে জামিন নিয়ে চামেলীকে নিয়ে সংসার করার শর্তে মীমাংসা করে নেন। গত ৮ মে চামেলী তার মামলা আদালত থেকে প্রত্যাহার করে নেন। এদিন চামেলীর আইনজীবীর চেম্বারে গেলে চামেলী ও তার মা তাকে তিনটি অলিখিত স্টাম্পে স্বাক্ষর করতে বলেন। ফাঁকা স্টাম্পে সালমান স্বাক্ষর করতে রাজি না হওয়ায় চামেলী ও তার মা তাকে মারপিট এবং অপর আসামি পারভেজ ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করে নেন। আসামিরা পরবর্তীতে তার স্বাক্ষরিত ফাঁকা স্টাম্পে কোন অঙ্গীকার পত্র করে তাকে বিপদে ফেলতে পারেন। গত ১২ মে ২৪ সালমান আসামি পারভেজের কাছে তার স্বাক্ষরিত স্টাম্প ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করেন। অবশেষে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।