মির্জাপুরে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ
মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় তারার মেলা বিশেষ স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব।
শনিবার ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির
প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,এ ছাড়াও তিনি অন্যান্যদের মাঝেও প্রায় ২৫০ পিছ শাড়ী কাপড়,লুঙ্গি,থ্রি পিছ ও নগদ অর্থ ঈদ উপহার হিসেবে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী,অভিভাবক ও বিভিন্ন নেতৃবৃন্দ সহ সকল পেশার মানুষ।
এ ব্যাপারে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীব বলেন,আমি সবসময় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
উল্লেখ্য, তারার মেলা বিশেষ স্কুল নিজস্ব অর্থায়নে পরিচালিত। স্কুলটিতে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৮০ জন।