বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রিপোর্টারের নাম : / ২৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

ফিফার সবশেষ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা তৃতীয় স্থানে, আর মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের অবস্থান ৮০। শক্তিমত্তায় র‌্যাংকিংয়ের এই ঝলকানিই যেন দেখা গেলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ড রক স্টেডিয়ামে। ম্যাচ পরিসংখ্যানের দিকে তাকালেই বিষয়টা আরও পরিষ্কার হয়। ম্যাচের ৬৮ ভাগ সময়েই বল ছিল আর্জেন্টাইনদের দখলে, আর আক্রমণেও একচেটিয়া আধিপত্য ছিল সাদা-আকাশীদের।

বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচে টানা অপরাজিত আর্জেন্টিনা। আর জয়ের এই ধারায় সবশেষ তিন ম্যাচে ১১ গোল করেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে হজম করতে হয়নি একটিও।

আর এই ১১ গোলের সাতটিই করেছেন অধিনায়ক মেসির। গত জুনে এস্তোনিয়ার বিপক্ষে দলের ৫-০ ব্যবধানের জয়ে সবগুলো গোলই করেছিলেন তিনি। আজকের ম্যাচের দুই গোল মিলিয়ে জাতীয় দলের হয়ে মেসির গোল হলো ৮৮টি। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ, দুই মাস পরেই কাতারে বসছে জমকালো এই আসর। আর এর ঠিক আগে দল ও অধিনায়কের এমন উড়ন্ত পারফর্মেন্সের এই সময় শেষ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনিও। বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।

যার ফলও আসে অল্প সময়ের মধ্যেই। ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথায় ডি-বক্সে মেসির থ্রু-পাস থেকে লাউতারো মার্তিনেসকে বল এগিয়ে দেন আলেহান্দ্রো পাপু গোমেজ। গোলরক্ষক কিছুটা এগিয়ে এলে স্লাইড শটে বল লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইন্টার মিলান তারকা।

এর ঠিক চার মিনিট পরেই নিজেও গোল করার সুযোগ পেয়ে যান অধিনায়ক মেসি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে শটও নিয়েছিলেন। তবে অন টার্গেট শট রুখে দেন হন্ডুরাসের গোলরক্ষক লুইস লোপেজ। তবে সেই গোলটাই যেন মেসি পেয়ে গেলেন বিরতির আগে যোগ করা সময়ে। ডি-বক্সে জিওভানি লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আধিপত্য টিকিয়ে রাখে আর্জেন্টিনা। একপেশে লড়াইয়ের ৬৯তম মিনিটে এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি। এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে পড়ে জাল কাঁপায়।

পরের প্রীতি ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর ভোরে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর