মোগলহাট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা সভা

আশরাফুল হক, লালমনিরহাট : স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগনের অংশগ্রহনের মাধ্যমে লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়।
৮ কোটি ২১ লাখ ২২ হাজার ৬০ টাকার বার্ষিক সম্পুরক বাজেট পেশ করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম আতিক। বাজেট সভায় বাজেট প্রসঙ্গে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোগলহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কাসেম মজনু মন্ডল, সম্পাদক শিকর উদ্দিন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।