বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

যশোরের ঝিকরগাছায় ইউপি সদস্যের বাড়িতে আগুন, দগ্ধ ৪

রিপোর্টারের নাম : / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় উপজেলাএক ইউপি সদস্যের (মেম্বার) বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। বুধবার (১৪আগস্ট) রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেদি খাঁন (৩)। এ সময় তাদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ওবায়দুল খাঁন (৩৪)। তিনি তালিমুলের ছোটভাই। বর্তমানে তারা সবাই ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

দগ্ধ তালিমুলের ছোটভাই ওবায়দুল জানান, স্ত্রী সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়। পুরো ঘরে আগুন জ্বলছিল, সঙ্গে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। আহত তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত দুইটার দিকে তারা আগুন ও চিৎকার শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জ¦ালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ঝিকরগাছা থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর