যাকাত সংগ্রহের অবদানে সম্মাননা পেলেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক ফারুক আহাম্মেদ
সিরাজগঞ্জ জেলা যাকাত সংগ্রহে বাংলাদেশের ৫ ম স্থান অধিকার করায় ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক ফারুক আহাম্মদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
তিনি গত ২০২২-২০২৩ অর্থবছরে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাকাত সংগ্রহ করে বাংলাদেশের ৫ম স্থান অধিকার করেন।
রবিবার (২০ আগস্ট -২০২৩) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে সরকারি যাকাত বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সামিউল আলম, সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।