রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখা ব্যবস্থাপক-গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ!
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/GridArt_20230803_150725386-700x390.jpg)
আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের সদর উপজেলায় হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখা। সেই শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা। সেখানে চাকুরীরত ব্যবস্থাপক শহিদুল ইসলাম বিগত সময়ে ছাত্র জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সভাপতি ছিলেন।
মহেন্দ্রনগর ইউনিয়নের রাসেল ইসলাম নামের একজন গ্রাহক বলেন, ব্যাংকে এসেছি লোন পরিশোধ করবো মর্মে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামের কাছে গিয়ে পরামর্শ চাইলে তিনি বসে রেখে কথা না বলে দীর্ঘ সময় মোবাইলে কথা বলতে থাকেন। প্রায় বিশ মিনিট পর আবার ওই গ্রাহক পরামর্শ নেওয়ার জন্য শাখা ব্যবস্থাপকে অনুরোধ করলে তিনি ওই গ্রাহকের উপর হঠাৎ চটে-রেগে গিয়ে বলেন, জানেন আমি জাতীয় পার্টির নেতা। ব্যাংকে আসার পরও রাজনৈতিক বিভিন্ন কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। পরে ওই গ্রাহকের গায়ে একটি জাতীয় পার্টির ভিজিটিং কার্ড ছুড়ে দেয় সেই শাখা ব্যবস্হাপক শহিদুল ইসলাম।
এ বিষয়ে অভিযোগকারী কৃষি ব্যাংকের গ্রাহক রাসেল ইসলাম আরো বলেন, আমি একজন সহজ সরল মানুষ এবং রাজশাহী কৃষি ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। ব্যাংকের ভিতরে আমাকে যেভাবে অপমান করা হয়েছে আমি তার সুষ্ঠু বিচার চাই এবং ব্যাংকের চাকুরী করতে এসে কি ভাবে রাজনৈতিক কাজ কর্ম করে তা আমার বোধগম্য নয়।
ওই ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী বলেন, ব্যাংকের শাখা ব্যবস্হাপক শহিদুল ইসলাম অন্য জনের নামে ব্যাংকে লোন উত্তোলন করে নিজে তা আত্নসাত করেছেন। বিষয়টি জানা জানি হলে তরিঘরি করে সেই গ্রাহককে নিয়ে এসে ফরমে সই নিয়ে মিটমাট করে নেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হারাটি বন্দর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ গুলো মিথ্যা। তৃতীয় পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।