রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হালখাতা ও ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন!
আশরাফুল হক, লালমনিরহাট: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট জোনে হালখাতা মহাক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ মে) সকাল ১১টায় রাকাব, লালমনিরহাট শাখার উদ্যােগে হালখাতা ১৪৩১ সমাপনী দিবসে ঋণ আদায় মহাক্যাম্প ও গ্রাহক সমাবেশ দিনব্যাপী শাখা ভবনে অনুষ্ঠিত হয়।
রাকাব, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালামের সভাপতিত্বে হালখাতা ঋণ আদায় মহাক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব, লালমনিরহাট জোনাল ব্যবস্থাপক মো. মাহমুদুল আলম (ডিজিএম), এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব, জোনাল নিরীক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন (এজিএম), সহ গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
জোনাল ব্যবস্থাপক মো. মাহমুদুল আলম (ডিজিএম) বলেন , রাকাব দেশের উত্তরাঞ্চলের কৃষকদেরকে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করছেন। গ্রাহকের আমানতের অর্থই ঋণ হিসেবে বিতরণ করা হয়। রাকাব, লালমনিরহাট জোন তথা রংপুর বিভাগের বিতারণকৃত ঋণের তুলনায় আমানতের পরিমান অনেক কম। সহকমীগণের উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতঃ গ্রাহকগণের বাড়ী বাড়ী গিয়ে আমাদের আমানতের প্রোডাক্ট সমূহের প্রচারণা চালানোর মাধ্যমে এ অঞ্চলে আমানতের পরিমান ঋণ স্থিতির সাথে সমন্বয় করার সহ উত্তম গ্রাহকসেবায় সততা ও নিষ্ঠার সাথে ব্যংকের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
উল্লেখ্য, রাকাব, লালমনিরহাট জোনের ১৭টি শাখাসহ একযোেগে রাকাবে ৩৮৩টি শাখায় বৈশাখা মেলার সমাপনী হিসেবে ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত হয়।