রায়গঞ্জের পাঙ্গাসী ইউপিতে সামাজিক নিরীক্ষা বিষয়ে সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে সামাজিক নিরীক্ষা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে সোমবার (১৩ মার্চ) সকালে উক্ত পরিষদের সভা কক্ষে সামাজিক নিরীক্ষা বিষয়ে সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (নান্নু)। এতে সভাপতিত্ব করেন পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুফের সভাপতি ও পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার।
সভাটি পরিচালনা করেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন ইউনিয়ন পরিষদের দায়িত্ব রয়েছে ইউনিয়নে যতগুলো বিদ্যালয় আছে প্রত্যেকটি বিদ্যালয় ভিজিট করা বা মনিটরিং করা। বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা, যথাযথ পাঠদান হচ্ছে কি না, শিক্ষারমান সংক্রান্ত সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে মনিটরিং করা আমাদের কর্তব্য বলে বক্তব্য পেশ করেন।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মোঃ বেল্লাল খান বলেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সচেতন হতে হবে এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সভায় প্রধান অতিথি বলেন, এখন থেকে আমরা সকলে নিয়মিত বিদ্যালয় ভিজিট করবো এবং মাসিক মিটিংয়ে তার রিপোর্ট উপস্থাপন করবেন বলে সিদ্ধান্ত গ্রহন করেন। পরিশেষে উপস্থিত সকলে আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং কর্মসুচির কার্যক্রমের সফলতা কামনা করেন।