রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ২৫২ মেট্রিক টন ধান ও ৪৫ টাকা কেজি দরে ১০ হাজার ৫২০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের কার্যক্রম চলবে।
বুধবার (১৫ মে) সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।
এ সময়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এসএম নজরুল ইসলাম, চাউল কল মালিক সমিতির সদস্য আব্দুল মোত্তালেব, আরিফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।