বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার!

রেমিট্যান্স এলো ২ হাজার ৩৯২ কোটি ডলার

রিপোর্টারের নাম : / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার অঙ্ক ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সে এ অঙ্ক এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, যা ছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী, সদ্যসমাপ্ত জুনে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। একক মাস হিসাবে জুনের প্রবাসী আয়ের এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছরই ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তাই গেল জুনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। গেল অর্থবছরের প্রথম মাস অর্থাৎ ২০২৩ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি, জানুয়ারিতে ২১০ কোটি, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ, মার্চে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ, এপ্রিলে ২০৪ কোটি মেতে ২২৫ কোটি ৩৮ লাখ এবং শেষ মাস জুনে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। এই অর্থবছরের চেয়ে সদ্য বিদায়ি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২৩১ কোটি ডলার। ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা অর্থবছর হিসাবে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর