লালমনিরহাটে প্রধানমন্ত্রীর ছবি ও আ’লীগ কার্যালয় ভাংচুরের অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি ও সাবেক বিএনপি’র সভাপতির বিরুদ্ধে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর লুটপাটসহ প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে।
রোববার(২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন রাবি ছাত্রলীগ নেতা কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের একাংশের সম্পাদক মাহমুদ ওমর চিশতি।
এর আগে শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাহমুদ ওমর চিশতি বলেন, গত ৮অক্টোবর দীর্ঘ ১২ বছর পরে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহাজান খান ও সাংগঠনিক সম্পাদক সাখওয়াত খান শফিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকেও দুইটি গ্রুপের অন্তদ্বন্দ্বের কারনে কমিটি ঘোষনা ছাড়াই সম্মেলন স্থগিত ঘোষনা করেন।
উক্ত সম্মেলনে তৃনমুল আওয়ামীলীগের ব্যাপক সমর্থনের কারনে কেন্দ্রীয় নেতারা মাহমুদ ওমর চিশতিকে সম্পাদক করার প্রস্তাব দিলে জেলা নেতারা প্রত্যাখান করেন। ফলে সম্মেলন স্থগিত করে প্রধানমন্ত্রীর স্মরনাপন্ন হন। কেন্দ্রের নির্দেশ অমান্য করে গত ১৯ নভেম্বর তিস্তা ব্যারাজের অবসর রেষ্ট হাউসে সভা করে জেলা আওয়ামীলীগ। সেখানে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আলীকে সভাপতি ও সাবেক সম্পাদক রফিকুল আলমকে সম্পাদক করে ৭১ সদস্যের উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয় বলেও অভিযোগ তৃনমুলের।
বিএনপি নেতাদের দিয়ে কমিটি করায় তা প্রত্যাক্ষান করে ওই দিন থেকেই দলীয় কার্যালয়ে নানান কর্মসুচি পালন করে আসছে তৃনমুল আওয়ামীলীগ। তারই অংশ হিসেবে দলীয় কার্যালয়ে শনিবার বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে দেশি অস্ত্রের একটি মিছিল এসে দলীয় কার্যালয়ে হামলা লুটপাট ও ভাংচুর চালায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি জামায়াতের সাবেক ও বর্তমান নেতারা প্রকাশ্যে দেশিয় অস্ত্রের মহড়া দিয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ গ্রহন করেনি জেলা আওয়ামীলীগ। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন এবং হাইব্রীডের কমিটি বাতিল করতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন মাহমুদ ওমর চিশতি।
সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র ও যুবলীগের সাবেক সম্পাদক ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবি হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ভাদাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।