লালমনিরহাটে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন!
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_1130147934609325.jpeg)
আশরাফুল হক, লালমনিরহাট:লালমনিরহাটে কালেক্টরেট খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন খেলোয়ার বৃন্ধসহ সাধারণ মানুষজন।
“খেলা ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানে বিভিন্ন খেলোয়াড়দের আয়োজনে সদর উপজেলার কালেক্টরেট খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে খেলোয়াড়রা ও কবি সাহিত্যিকগণ মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ টায় লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে মেলা বন্ধের দাবিতে এবং”যে মাঠে করি খেলা, সে মাঠে কিসের মেলা” এই দাবিতে কালেক্টরেট মাঠে সব ধরনের মেলা থেকে নিষিদ্ধ করে দেওয়া ও মাঠটি খেলাধুলার জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সকল ক্রীড়া প্রেমীরা একজোট হয়ে এই মানববন্ধন করেছেন।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিউ স্টার ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আরমান, অতিক্রম এর আহবায়ক হেলাল হোসেন কবির, মাটির মেলা ক্লাবের সদস্য পার্থ, বাপ্পি ইমরান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কালেক্টর মাঠে কয়েক মাস আগে মেলা অনুষ্ঠিত হয়েছে, মেলা অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন থেকে উক্ত মাঠটি খেলা ধূলার জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। তাছাড়াও মাঠটির পাশে একটি মহিলা কলেজ রয়েছে, একটি বালিকা বিদ্যালয় রয়েছে, তাবলিক জামায়াতের কেন্দ্র রয়েছে, আবার পাশে রয়েছে মসজিদ, রয়েছে হাফেজিয়া মাদ্রাসা।
কালেক্টরেট মাঠে মেলা হলে একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি অন্য দিকে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগির সমস্যা।
মেলা বিষয়ে সচেতন মহল ও কবি সাহিত্যিকরা বলেন, বর্তমান সময়ে এ জেলায় মেলা নয়, কেননা কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য জিনিস পত্রে উদ্ধমূখী দামে এ জেলার মানুষ হতাশাগ্রস্ত। তাথে যদি বাণিজ্য মেলা করা হয় তাহলে শহরে চুরি থেকে শুরু করে অপরাধ বেড়ে যাবে কয়েকগুন। তার উপর তিস্তা ও ধরলা নদী ভাঙনের কারণে সাধারণ মানুষের মনে চিন্তার ভাজ পড়েছে। আর এই সময় মেলা হওয়া কোনভাবে কাম্য নয়।