শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলের পল্লীতে বিএনপি‘র দুই গ্রুপে সংঘর্ষ, আহত -৫ কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত সিরাজগঞ্জ জেলা মুক্তির সোপান মাইক্রোস্ট্যান্ডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ভঙ্গুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার আলী মাষ্টার গ্রেফতার আদর্শ উপজেলা বিনির্মাণে শিক্ষার্থীদের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে আরো দুই মুসল্লির মৃত্যু বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির বৃহৎ জুমার নামাজ আদায় বিশ্ব ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় চলছে আমলি বয়ান বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

লুটপাটকারীরা বিদ্যুৎ খাতের সংস্কার করবে কীভাবে : সজীব ওয়াজেদ জয়

রিপোর্টারের নাম : / ১২০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা কীভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবেন। গত শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন।

‘ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবনের’ সিন্ডিকেট চালু করে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি লুটপাট করেছে, তারা কীভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবেন।

তিনি আরও বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো- ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুৎ ক্ষেত্রে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ্য বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারও অজানা নয়।

 

 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে, তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎ খাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন, তারা কীভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর