শহিদ আহসান উল্লাহ মাস্টারের সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/NU-Respect-to-Ahsanullah-09-11-2023-700x390.jpg)
স্বাধীনতা পদকপ্রাপ্ত ও গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য, জাতীয় শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭৩তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডে হায়দারাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় পরিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আ. মালেক সরকার, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামান, তথ্য ও সেবা দপ্তরের পরিচালক মো. ইমান উদ্দিন সরকার প্রমুখ।