শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাবের পুটখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের ভোটে ইলেকট্রোনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ এলাকাবাসী মূল্যবান ভোট প্রয়োগ করবেন। এজন্য আপনার মূল্যবান একটি ভোটও যাতে নষ্ট না হয় সেজন্য হাত পরিস্কার করে ভোট দেবেন। গতকাল মঙ্গলবার ১৪ মে দিনব্যাপী যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ভোট প্রার্থনার সময় এসব কথা বলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন। তিনি তার নির্বাচনী প্রতীক দোয়াত-কলম মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে উপজেলাবাসীর উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার আহবান জানান।
এ সময় তিনি শার্শা উপজেলার তৃণমূল আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম সরদারের তালা প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা খাতুন সালমাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
এ সময় দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের সাথে উপস্থিত থেকে ভোট প্রার্থনা করেন কলস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীমা খাতুন সালমা।
দিনব্যাপী প্রচারণায় নির্বাচনী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, সাংবাদিক আবুল হোসেন, পুটখালী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার সরদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুবলীগ নেতা রহমতউল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোমিন, ছাত্রলীগের সভাপতি আনারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন পলাশ, যুবলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, আমিনুর রহমান, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কাকন, উপজেলা ছাত্রলীগ নেতা বনিসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।