শাহজাদপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. এহসানুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান, উপসহকারি কৃষি কর্মকর্তা হোসনেয়ারা বিলকিস প্রমূখ। এর আগে উপস্থিত অতিথিরা উপজেলা চত্ত্বরে স্থাপিত প্রায় ১৬টি স্টল পরিদর্শন করেন।