মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

শিবগঞ্জে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

শিবগঞ্জে চোর সন্দেহে দুরুল (৫২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। নিহত ব্যক্তি বিনোদপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

এর আগে ২৩ নভেম্বর সকালে বিনোদপুর ইউনিয়নের মাস্তান বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে চোর সন্দেহে তুলে নিয়ে গাছে বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগ উঠে ইউপি সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে। একই সঙ্গে এসিড নিক্ষেপ করে তার দুটি পা পুড়িয়েও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার দিন নিহতের স্ত্রী সাহিদা বেগম বাদি হয়ে ইউপি সদস্য মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। এজাহারে বলা হয়, ২৩ নভেম্বর সকালে বিনোদপুর ইউনিয়নের মাস্তান বাজার হতে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পাশর্^বর্তী হলুদের ক্ষেতে নিয়ে তাকে বেধড়ক মারপিট করা হয়। পাশাপাশি এসিড নিক্ষেপে পুড়িয়ে দেয়া হয় তার দুটি পা। পরে মৃত্যু নিশ্চিত ভেবে চলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরদিন স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুজন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে আদালতে সোপর্দ করা হয়। উচ্চ আদালত থেকে বাকি দুজন জামিনে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর