বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বসন্তের আগমনী ধ্বনি অনুষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি গ্রেফতার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ! নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহবায়ক কমিটি ঘোষণ সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমী শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন!চার ডাকাত আটক

শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বসন্তের আগমনী ধ্বনি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বসন্তকে বরণ করতে “বসন্তের আগমনী ধ্বনি” শিরোনামে উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী, পিঠা উৎসব, লেখক-পাঠক সমাবেশ, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষন হিসেবে বাউল সঙ্গীত পরিবেশিত হয়েছে।

এদিন বেলা ১১টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস। এর আগে অনুষ্ঠানের আহবায়ক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক আকন্দ উৎসবের সার্বিক বিষয়ের বর্ণনা করেন। পরে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম বুলবুল ও বাংলা বিভাগের প্রভাষক মমতাজ মহলের পৃথক সঞ্চালনায় কবিতা আবৃত্তি, গান ও বিনোদন বিষয়ক কর্মসুচী পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মশিউর রহমান খান টিটিু, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান মৃধা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্রনেতা নাঈম প্রমূখ।

উৎসবে ১৮টি স্টলে পিঠা, শিক্ষার্থীদের তৈরী কারুপণ্য, হাতে তৈরী গ্রামীণ তৈজসপত্র, বই, ডিজিটাল কর্ণার এবং তথ্য কেন্দ্রের বিভিন্ন উপস্থাপনা প্রদর্শিত হয়। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীতানুষ্ঠানে মুজিব পরদেশী, লালন শিল্পী তৌহিদ শাহ, বাউল শিল্পী জুয়েল সরকার সঙ্গীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর