সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের নবীন-বরণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
সিরাজগঞ্জের কামারখন্দের সুনামখ্যাত বিদ্যাপীঠ সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের নবীন-বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে । সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের আয়োজনে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ কামারখন্দ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সু-শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা।
স্বাগত বক্তব্যে রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ভাস্কর কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান,৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মুন্না প্রমুখ।
নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ উপলক্ষে সাজানো হয় গোটা কলেজ প্রাঙ্গন। অনুষ্ঠানে উপস্থিত সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। আলোচনা পর্ব শেষে বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক , শিক্ষার্থী অভিভাবক, সুধীজন, গুণীজন, সাংবাদিক সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।