সলঙ্গায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ২ হাজার ৮ শত ৩০ টি কার্ডধারীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এসময় দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসার সোহেল রানা, সলঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।