সলঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শলী বনানী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেনীর সকল ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ)দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনা বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর মাহবুব।
শলী বনানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,সহ সভাপতি গাজী আয়নুল হক,সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক,রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক শাহ আলী জয়,৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,৯ নং ওয়ার্ডের সভাপতি সুজাবত আলী,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রতন,অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, বাহারুল ইসলাম,বিদায়ী ছাত্র মিঠু প্রমুখ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের অভিভাবক ও সকল ছাত্র-ছাত্রী সুধীজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।