সলঙ্গায় পুলিশের অভিযানে আটক ১২
সিরাজগঞ্জে সলঙ্গায় পুলিশের অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত ১২ আসামীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে পুলিশের অভিযানে সলঙ্গা থানার আমশাড়া গ্রামে তাদের নিজ বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী,সলঙ্গা থানার আমশড়া গ্রামের রুহুল আমিন (২৪),আক্তার হোসেন (৪০)আশরাফ আলী (৪৪),হাছেন আলী (৫০),মোক্তার হোসেন (৩৫),আলতাব হোসেন,
সাহেদ আলী(৬৫),চায়না খাতুন(৩৬) খোর্দশিমলা গ্রামের (৪০),চাম্পা খাতুন (২৬), মজনু শেখ (৪০),রুহুল আমিন লিটন(৩৭), মেহেদী হাসান(৩০)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।