সলঙ্গায় ফসলি জমির মাটি কাটায় যুবকের জেল-জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ফসলি জমি ধ্বংস করে মাটি কেটে পুকুর খননের অপরাধে শামীম মিয়া (২০) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় দবিরগঞ্জ গ্রামের মাটি ব্যবসায়ী আজাদ পালিয়ে যায়।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শামীম হোসেন টাঙ্গাইল জেলার কালিহাতী থানার কদমতলী গ্রামের বাসিন্দা ও এস্কেভেটর (বেকু) মেশিনের ড্রাইভার।
আদালত সূত্র জানায়, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান উল্লাপাড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,ফসিল জমি কেটে পুকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শামীম হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ১৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন,দণ্ডপ্রাপ্ত শামীমকে সলঙ্গা থানা পুলিশের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফসলি জমির মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। এসব বন্ধে ও কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।