সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫টি ওর্য়াড কৃষক লীগের কমিটি গঠন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা ধীন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ৫ টি ওর্য়াড কৃষক লীগের কমিটি ত্রি-বার্ষিক কাউন্সিল এর মাধ্যমে গঠন করা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সুতাহাটি বাজারে রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করা হয়।
এসময় ৫ টি ওর্য়াড কৃষক লীগের ১নং ওর্য়াড কৃষক লীগের সভাপতি মোঃ শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,২নং ওর্য়াড কৃষক লীগের সভাপতি মোঃ আকতার হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী,৩ নং ওর্য়াড কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,৪ নং ওর্য়াড কৃষক লীগের সভাপতি মোঃ আবু বক্কার ও সাধারণ সম্পাদক মোঃ শিমুল হোসেন,৬ নং ওর্য়াড কৃষক লীগের সভাপতি মোঃ শামসুল হক ও সাধারণ সম্পাদক মোঃ আল-মাহমুদবিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলের মাধ্যমে সভাপতি/সম্পাদক নির্বাচিত হয়।
কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হান্নান নান্নু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মো.আলতাফ হোসেন মন্ডল,সলঙ্গা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো.ফজলে করিম রিপন, মো. ফারুক হোসেন (প্রামানিক), ১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ মো. আলম রেজাসহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী।