বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সলঙ্গায় অবৈধভাবে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে অবৈধভাবে পুকুর খননের অপরাধে মনজেল হক সাগর নামে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার ( ১১ মে) দুপুরে দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন অভিযান চালিয়ে জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত মনজেল হক সাগর রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণ চড়া গ্রামের মৃত আব্দুল জামাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মনজেল হক সাগর মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে সরকারি খাস জমি কচিয়ারবিলের মধ্যে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে মনজেল হক সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

রামকৃষ্ণপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা ছোলেমান হোসেন বলেন,কুচিয়ারবিলে প্রায় ৩৩ বিঘা খাস জমিতে পুকুর খননের সময় মনজেল হক সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এবং পুকুর খনন কাজে ব্যবহৃত মাটি কাটার খননযন্ত্র (ভেকু) উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। যদি এরপরেও খনন করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা মনজেল হক সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সলঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর