সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জের ঐহিয্যবাহী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্কুল চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ রায়হান গফুরের সভাপতিত্বে এবং সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা)আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান সোহেল,জনতা ব্যাংকের এজিএম সঞ্জিত কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর,সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্টেট মামুনুর রশিদ,নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান,টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রিপন কুমার দাম,ডা: প্রণব কুমার সাহা।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য ফনি ভূষন পোদ্দার,রিয়াদুল ইসলাম ফরিদ,আলী আশরাফ,নুর হোসেন ভূলু,এস.এম আব্দুল মালেক,আব্দুর রশিদ খান,আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।