সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি ফনি ভূষন পোদ্দার
সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে ঐতিহ্যবাহী সলঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় (৩য় বার) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফনি ভূষন পোদ্দার।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলম বলেন,সলঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে একাধিক কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফনি ভূষন পোদ্দারকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, স্কুল পরিচালনায় গত ২৬ জুলাই এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।
নির্বাচিতরা হলেন- সেলিম ইসাহাক, রওশন আলী, জুয়েল রানা, আব্দুল আলীম। এছাড়া দাতা সদস্য হয়েছেন আমিরুজ্জামন সোহেল, শিক্ষক প্রতিনিধি মো: উজ্জল হোসেন, অভিনয় চন্দ্র মাহাত, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাসরিন ইয়াসমিন।
নবনির্বাচিত সভাপতি ফনি ভূষণ পোদ্দা বলেন, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবে বলে জানান তিনি।