বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

সাংবাদিক নেতা আবুল হাসান ছিদ্দিকী হেলাল খানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় সাংবাদিক নেতা আবুল হাসান সিদ্দিকী ওরফে হেলাল খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রধান অধ্যাপক মাহ-বু-উল আলম (বাবলু)।

বৃহস্পতিবার বাদ মাগরিব ভাঙ্গুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে সাংবাদিক নেতা আবুল হাসান সিদ্দিকী হেলাল খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি হাজী জামাল ডিগ্রী কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফ আলী। এসময় উপস্হিত হয়ে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম,,ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মির্জাপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ও হেলাল খানের বড় ভাই মোঃ আব্দুল হাই ছিদ্দিকী বাচ্চু,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিবি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছাইদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম।
ঔসময় আরো উপস্থিত ছিলেন
ভাঙ্গুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, জেলা পরিষদ মহিলা সদস্য মোছাঃ আফিয়া সুলতানা আখিসহ খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল হক,দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আয়নুল হক,দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ মানিক হোসেন,দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম আপন,আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ দৈনিক আজকের প্রত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান ফারুক সাংবাদিক শেখ সাকাওয়াত হোসেন প্রমুখ ।এছাড়া দোয়া মাহফিলে আবুল হাসান সিদ্দিকী হেলাল খানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষিরা অংশ নেন।
সাংবাদিক নেতা আবুল হাসান সিদ্দিকী ওরফে হেলাল খান গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১.৩০ মিনিটে তার ভাঙ্গুড়া বাজার কুমড়া ডাঙ্গার বাসায় মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াসউদ্দিন সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর