শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু আসিয়া হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা কোনাবাড়ীতে মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড নাটোরে বিএসটিআইয়ের অভিযানে সেমাই কারখানাকে জরিমানা ও মালামাল জব্দ যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত নাগেশ্বরীতে কমিউনিটি নেতা ও যুব ফোরামের সদস্যদের সাথে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ২ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে! জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন উল্লাপাড়ায় নারী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বাগবাটিতে নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের কৃতিসন্তান  সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি)  বিকাল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের কানগাঁতী গ্রামের আশ্রয়ন প্রকল্প মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এতে সভাপতিত্ব করেন বাগবাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলী হোসেন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ খলিলুর রহমান সিরাজী, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন তালুকদার, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলী, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জুলফিকার হায়দর ফিরোজ, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক খান, ভাত হারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব মোঃ শামীম হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রয়েল তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বিপ্লবসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই টুর্নামেন্ট মোট ১৬টি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিক খেলায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ধলডোব বাগবাটী ফুটবল একাদশ ২-১ গোলে ফুলকোচা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধে ফুলকোচা ফুটবল একাদশের বিদেশি খেলোয়াড় শামছি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর  ধলডোব বাগবাটী ফুটবল একাদশের ইমন গোল করে খেলায় সমতা নিয়ে আসেন এবং মোতালেব দলের পক্ষে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন। খেলায় ১০-১২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন মোঃ রেজাউল করিম খোকন, সাইদুল মল্লিক ও সৈয়দ।
খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর