সিরাজগঞ্জের শাহজাদপুরে ও তাড়াশে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ও তাড়াশে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২ জন।
সোমবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল এলাকায় এবং অপরটি হাঁটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগরে এদূর্ঘটনা দুটি ঘটে।
হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদরুল কবির কলমের বার্তা কে জানান,সোমবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল এলাকায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর থেকে শাহজাদপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে পাবনা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রুঘুরগাতী গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে আসাদুজ্জামান। আহত ২ জন।
পরে খবর পরে পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
অপরদিকে,একই দিন সকালে হাঁটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগরে ২ টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের পর বিপরীত থেকে আসা গ্যাসের লড়ির চাপায় সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের মৃত বাহেছ সরকারের ছেলে আব্দুল মালেক (৩৫) মারা যান।
নিহত মালেক নাটোরের বনপাড়ায় এনডিপি শাখায় মাঠ কর্মী হিসেবে চাকরি করত।